E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

২০২৩ এপ্রিল ১৭ ১৬:৩৯:১৫
রাজারহাটে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : সোমবার (১৭ এপ্রিল) চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রায় সাড়ে এগারো কোটি টাকা নির্মাণ ব্যয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ রাজারহাট মডেল মসজিদের মুড়াল উম্মোচন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, উপজেলা পরিষদ চত্ত্বরে ৪৩শতাংশ জমির উপর দৃষ্টিনন্দন তিনতলা মসজিদটির আয়তন ১ হাজার ৬শ ৮০ দশমিক ১৪ বর্গমিটার। আধুনিক সুযোগ সুবিধা সংবলিত মসজিদটিতে নামাজের পাশাপাশি একটি ইসলামি লাইব্রেরি ও বই বিক্রয় কেন্দ্র, ইসলামি গবেষণা কেন্দ্র, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, নারী পুরুষের পৃথক অজু খানা, হেফজখানা, হজ নিবন্ধন ও প্রশিক্ষণ কেন্দ্র, অর্টিজম কর্ণার, মরদেহ গোসলখানা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, ইমাম মুয়াজ্জিনদের আবাসন, কর্মকর্তা-কর্মচারীদের অফিস, দেশি-বিদেশি পর্যটকদের অতিথিশালা এবং গাড়ি পার্কিংসহ ১৪ধরনের সুবিধা রয়েছে। ইসলামি মূল্যবোধ সৃষ্টিতে অবদান ও পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে এ মডেল মসজিদটি।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, চতুর্র্থ পর্যায়ে সোমবার (১৭ এপ্রিল) রাজারহাটসহ একযোগে ৫০টি মডেল মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করছেন।

(পিএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test