E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় রিফ্রেশ ক্যাম্প’র উদ্বোধন করেন পুলিশ সুপার কামাল হোসেন

২০২৩ এপ্রিল ১৯ ১৮:০২:৩৭
গাইবান্ধায় রিফ্রেশ ক্যাম্প’র উদ্বোধন করেন পুলিশ সুপার কামাল হোসেন

রবিউল ইসলাম, গাইবান্ধা : ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলোতে ছোট বড় দূর্ঘটনার হাত থেকে ঘরে ও কর্মস্থলে ফেরা উত্তর জনপদের মানুষ গুলোকে রক্ষায় ব্যতিক্রমী এক আয়োজন করেছে গাইবান্ধা জেলা পুলিশ। মহাসড়কের পাশে পরিবহন চালক, হেলপার ও যাত্রী সাধারণের সেবা প্রদানে রিফ্রেশ ক্যাম্পে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন। এসময় পরিবহন  চালকদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিকল্পে লিফলেট বিতরণ করা হয়।

আজ বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার অংশে বিভিন্ন পয়েন্টে এ রিফ্রেশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। প্রথমে গোবিন্দগঞ্জে এ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এক রিফ্রেশ ক্যাম্পের উদ্বোধন, লিফলেট বিতরণ, অগ্নিকান্ড প্রতিরোধে মার্কেট ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতায় গণসংযোগ শেষে রিফ্রেশ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

তিনি জানান, ঈদকে সামনে রেখে ঘরে ও কর্মস্থলে ফেরার শুভ যাত্রা নিরাপদ করতে জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক ও থানা পুলিশের সমন্বয়ে ২৪ ঘন্টা পৃথক পৃথক ভাবে সড়কে পুলিশ সহায়তা প্রদান করা হবে। এতে তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ওসি (তদন্ত) দিবাকর অধিকারী, টিআই শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

(আর/এসপি/এপ্রিল ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test