E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদ যাত্রা নিরাপদ করতে শ্রীমঙ্গলে নিসচার নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ

২০২৩ এপ্রিল ১৯ ১৯:৫২:৫৪
ঈদ যাত্রা নিরাপদ করতে শ্রীমঙ্গলে নিসচার নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ

আল-আমিন, শ্রীমঙ্গল : ঈদ যাত্রা নিরাপদ করতে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে গাড়ির চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনামূলক ১ হাজার লিফলেট বিতরণ করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনায় ঈদ যাত্রা নিরাপদ করতে গাড়ির চালক,যাত্রী ও পথচারিদের মধ্যে সড়ক নিরাপদ রাখতে নিরাপদ সড়কচাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকেসচেতনামূলক ১ হাজার লিফলেট বিতরণ করা হয়।

নিরাপদ সড়কচাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন,খুশির ঈদ যাত্রায় আমরা প্রত্যাশা করবো চালক হেলফাররা যেনো যথাযথভাবে পেশাদারিত্বে সাথে তাদের দায়িত্ব পালন করে এবং নিরাপদে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেয়।

সহ-সভাপতি আব্দুল মতিন বলেন, ঈদ যাত্রায় সড়কপথে যাতে যাত্রীদের কোনো বিড়ম্বনার শিকার হতে না হয় সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। ঈদযাত্রায় সবাই যেনো নিরাপদে বাড়ি গিয়ে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসতে পারে সেই প্রত্যাশাই রইলো।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: গোলাম রহমান মামুন বলেন, ঈদ করতে মানুষ পরিবার পরিজনদের সাথে নিয়ে নিজেদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়া শুরু করেছে। এই ঈদ যাত্রা যেন নিরাপদ হয় তাই গাড়ির চালকদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক দুলা মিয়া, প্রচার সম্পাদক মো: ইয়াছিন তালুকদার, প্রকাশনা সম্পাদক সাগর দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক উত্তম রায়, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমদ ফাহিম, কার্যকরি সদস্য আল আমিন মিয়া, কামরুল হাসানসহ আরও অনেকে।

(এএ/এএস/এপ্রিল ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test