E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

২০২৩ এপ্রিল ২১ ১৬:০৮:৫৫
মাদারীপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে হযরত সুরেশ্বরী (রাঃ) এর ভক্ত অনুসারীরা মাদারীপুরের ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ আজ শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। 

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সুরেশ্বর দরবার শরীফের প্রধান গদীনশীন পীর মরহুম আলহাজ্ব খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে আলহাজ্ব সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারী ও ভক্তরা মাদারীপুর ও শরিয়তপুর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় এক কোটি ধর্ম প্রাণ মুসলমান আজ ঈদ উদযাপন করছেন।

খোজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান আজ শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।

উল্লেখ্য, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা পালন করে আসছেন।

(এএস/এসপি/এপ্রিল ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test