E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোতোয়ালি থানার ওসিকে এএসআইয়ের ধাক্কা, থানায় জিডি

২০২৩ এপ্রিল ২২ ১৪:০২:২৯
কোতোয়ালি থানার ওসিকে এএসআইয়ের ধাক্কা, থানায় জিডি

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

তাঁকে ধাক্কা দেওয়ার এ অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সন্তু শীলের বিরুদ্ধে।

থানা সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর পাথরঘাটা এলাকায়। ওইদিন ঈদ সামগ্রী বিতরণে পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ সময় তাকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল। হঠাৎ পেছন থেকে এসে তাকে ধাক্কা দেন এএসআই সন্তু। এ নিয়ে সন্তু ও ওসি জাহিদুল তর্কে জড়ালে তাদের কক্ষের ভেতরে নিয়ে যান উপমন্ত্রী।

এই ঘটনায় ওসি জাহিদুল কবির কোতোয়ালি থানায় একটি জিডি ও নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ বলেন, “এ রকম একটি ঘটনা ঘটেছে। ঈদের পর বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে জানতে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

(জেজে/এসপি/এপ্রিল ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test