E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, ব্যাপক ক্ষয়ক্ষত

২০২৩ এপ্রিল ২৪ ০০:০৯:০৩
মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, ব্যাপক ক্ষয়ক্ষত

কাইয়ুম, মৌলভীবাজার: মৌলভীবাজারে একটি সেমি পাকা টিনসেডের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হটাৎ করে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৮টি ইউনিটের ওই বসতঘরের ৫টি কক্ষ ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক।

রবিবার (২৩ এপ্রিল) ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৮টার দিকে শহরের পৌর এলাকার ১ নং ওয়ার্ডের শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে ওই বাসার ৫টি কক্ষ ভস্মীভূত হয়ে নগদ অর্থসহ বিপুল পরিমাণ আসবাবপত্র আগুনে ধ্বংস হয়ে যায়।



স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তরমূলাইম গ্রামের লন্ডন প্রবাসী সিরাজ উদ্দিন ওই বাসার মালিক। তিনি দেশে না থাকায় বাসাটি দেখবাল করেন তারই এক আত্মীয়। রবিবার রাতে বাসার ১টি ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তখন ওই বাসায় বিদ্যুৎ ছিলনা। বাসাটিতে রয়েছে দুই কক্ষ বিশিষ্ট সর্বমোট ৮ টি ইউনিট।
তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক জানা যায়নি। এঘটনায় প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ দিকে এ ঘটনার পর সেখানে উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মুঠোফোনে আলাপকালে মেয়র জানান , আগুনে ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা দেয়া হবে পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরটি সংস্কার করতেও মালিকপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

বাসার দ্বায়িত্বে থাকা ইউপি সদস্য সৈয়দ রুমেন আলী জানান, ওই ঘটনায় বাসার মোট ৮ টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ওএস/পিএস/এপ্রিল ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test