E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্ণফুলীতে জমির বিরোধে মা-ছেলে খুন

২০২৩ এপ্রিল ২৬ ১৫:০৯:২৩
কর্ণফুলীতে জমির বিরোধে মা-ছেলে খুন

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে মা- ছেলে খুন হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন - একই এলাকার মো. তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) ও তার ছেলে পারভেজ (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ ও চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

স্থানীয় সুত্র জানায়, মো. তৈয়ব ও মো. আলীর দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যা ৬ টার দিকে এ নিয়ে আবারও দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আলীর পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।

এতে এলোপাতাড়ি আঘাতে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও তাঁর সন্তান মো. পারভেজ গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ছেলেকে মৃত ঘোষনা করেন।

শিকলবাহা সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. আজাদ বলেন, দীর্ঘদিন জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। সেটা নিয়ে বেশ কয়েকবার আমরা সমাধানের চেষ্টা করেছি। এখন শুনেছি মা ছেলে খুন হয়েছে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, এর আগে একটা মারামারির মামলা ছিল। ওই মামলায় তিনজনের মধ্যে একজন পলাতক ছিল। আমাদের কাছে খবর ছিল পলাতক আসামী বাসায় এসেছে। তখন আমরা বাড়িতে গেয়ে তল্লাশি করেও পায়নি। তবে আমরা চলে আসার পর শুনলাম মারামারি হয়েছে।

নিহতের পুত্রবধু কামরুন নাহার বলেন, ইমরান, মোহাম্মদ আলীর ৫ ছেলে মেয়ে ও তাদের আত্বীয় স্বজনেরা মিলে আমার শ্বাশুড়ি ও দেবরকে খুন করেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় দুজন নিহত হয়েছে। এখন আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।

(জেজে/এসপি/এপ্রিল ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test