E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

২০২৩ এপ্রিল ২৬ ১৮:৪০:৩২
নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষে নওগাঁয় র‌্যা লি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় দিবসটির আয়োজন করে। "সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন" এই শ্লোগানে বৃহস্পতিবার সকাল সাড়ে নয় টায় শহরের সার্কিট হাউজ থেকে একটি র্রালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মলিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মো: মুনির আলী আকন্দ, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান, সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার, ডাটা এন্ট্রি অপারেটর আশরাফুল আকন্দ, ল্যাব এটেনডেন্ট আতিকুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ট্রাক ড্রাইভার আব্দুস সালামসহ প্রমূখ।

পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে শব্দ দূষণের কারণ, ক্ষতিকর দিক, শব্দ দূষণ হতে রক্ষা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী দেখানো হয়।

বক্তারা শব্দ দূষণের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বলেন, ২০ থেকে ৬৫ ডেসিমেল পর্যন্ত শব্দ স্বাভাবিক। এর বেশি হলে সেটা শব্দ দূষণ। আর অতিরিক্ত শব্দ দূষণের ফলে শিশু থেকে বৃদ্ধ বয়সী যে কারো বড়ো ধরনের ক্ষতি হতে পারে। তাই অযথা শব্দ দূষণ করবো না, একরকম মনোভাব সবাইকে নিতে হবে। তবেই শব্দ দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। এছাড়া অযথা শব্দ দূষণ যেন কেউ করতে না পারে সেই জন্য সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাননো হয়।

(বিএস/এসপি/এপ্রিল ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test