E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অসীম-অপুর মতো নেতাকর্মীদের প্রতি এত প্রেম ভালোবাসা আগে কখনো দেখিনি’

২০২৩ এপ্রিল ২৬ ১৯:৪২:৫৬
‘অসীম-অপুর মতো নেতাকর্মীদের প্রতি এত প্রেম ভালোবাসা আগে কখনো দেখিনি’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকসহ সব মানুসের প্রতি অসীম-অপু উকিলের এত প্রেম ভালোবাসা ও সেবা এর আগে কখনো দেখিনি। প্রতি ঈদ ও পূজা-পার্বন ছাড়াও উকিল বাড়িতে বসে সব মানুষের মিলন মেলা।  আগে নিজের পকেটের টাকা খরচ করে দলীয় নেতাকর্মী বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ঢাকায় ছুটে যেতেন এমপিও হোস্টেলে, দিনের পর দিন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ভাড়া দিয়ে থাকতে হতো, সংসদ সদস্যের  একটি স্বাক্ষর বা সুপারিশের জন্য। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক অসীম কুমার উকিল নেত্রকোণা- ৩, আটপাড়া-কেন্দুয়া নির্বাচনী এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মী, সাধারণ জনগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি কর্মকর্তাগণের এ দুর্ভোগ আর পোহাতে হয় না। এ-কথা এখন সবার মুখে মুখেই ফিরছে। 

এছাড়া সময়ের মূল্যায়ন করতে গিয়ে অসীম কুমার উকিল এমপি যদি কোন অনুষ্ঠানের সময় বেধে দেন ১০ টায়, সেক্ষেত্রে তিনি নিজে ১০ টা বাজার ৫ মিনিট আগেই অনুষ্ঠান স্থলে গিয়ে নিজে উপস্থিত হন। এ বিষয়টিও নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মুখে মুখে আলোচনায় আছে। নির্বাচনী এলাকায় এসে সকালে মোটর সাইকেল যুগে তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নিতে ছুটে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। অনেক সময় দেখা যায় নেতা কর্মীদের ঘুম ভাঙে না। কিন্তু অসীম কুমার উকিল নিজে গিয়ে বাড়িতে হাজির। দলীয় নেতাকর্মী সহ প্রায় সব শ্রেণি পেশার মানুষের বিভিন্ন সমস্যার সামাধানে একনিষ্ঠ ভাবে আত্মনিয়োগ করে চলছেন অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল। সকল মানুষের মুখে হাসি ফুটাতে তারা সদা ব্যস্ত থাকেন। দুজনেই রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এর পরও একটি বিশেষ মহল মাঝে মধ্যেই কিছু কিছু নেতীবাচক আলোচনা মাঠে ছড়িয়ে দিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালান।

সান্দিকোণা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সান্দিকোণা ইউনিয়ন পরিষদের ছয় বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, এমপি অসীম কুমার উকিলের জন্ম সান্দিকোনা গ্রামে। এজন্যেই তার প্রশংসা করছি না। যা সত্য তাই বলছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি অতীতে কোন এমপি বা নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকসহ সব মানুষের প্রতি এতো প্রেম ভালোবাসা ও সেবা দিতে। জনগন আগে যেভাবে নিজের পকেটের টাকা খরচ করে ঢাকা যেতেন একটি সুপারিশের জন্য একটি ডিও লেটারের জন্য এখন আর তা করতে হয় না। গড়ে হিসাব করলে দেখা যাবে ওই চার বছরে জনগণের প্রায় কোটি টাকার মত সাশ্রয় হয়েছে। কারণ কেন্দুয়া সদরের উকিল বাড়িতে এসেই তাদের সমস্যার কথা বলতে পারছেন। এমপি অসীম কুমার উকিল এবং অধ্যাপক অপু উকিল ও জনগনের বিভিন্ন নেতাকর্মীদের সমস্যার কথা শুনে সামাধানের চেষ্টা করছে। মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস ছালাম বাঙ্গালী বলেন ঈদ পরবর্তী কোন অনুষ্ঠানে এমপি মহোদয়ের বাড়িতে দুই উপজেলা এবং জেলার নেতাদের সম্মানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, তা আমার মনে পড়ছে না। কিন্তু অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল প্রতি ঈদ ও পূজা পার্বণে নতুন বস্ত্র বিতরণ ও ভোজ সভার আয়োজন করে এক মিলন মেলা করে থাকেন। এছাড়া সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমেও নেতা কর্মীদের মাঝে আনন্দ দিয়ে থাকেন। এর চেয়ে বেশি আর কি থাকতে পারে।

ঈদের পরদিন রোববার উকিল বাড়িতে ভোজ সভায় অংশ নিয়েছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সুলতান উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু চেয়ারম্যান, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞাসহ কেন্দুয়া-আটপাড়া উপজেলার আওয়ামলীগ দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ। সেদিন হাজারো মানুষের মিলন মেলায় উকিল বাড়ি ছিল মুখরিত।

সবার মুখে একটি কথাই ছিল দলীয় নেতাকর্মীদের প্রতি ও মানুষের এতো প্রেম ভালোবাসা আগে কখনো দেখিনি। আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু বলেন হৃদয়ের টানেই মানুষ উকিল বাড়িতে ছুটে আসেন তাদের প্রেম ভালোবাসা নিতে। অসীম কুমার উকিল ও অপু উকিলের মত দলীয় নেতাকর্মীসহ সবশ্রেণি মানুষের প্রতি এত প্রেম ভালোবাসা আমরা আগে কখনো দেখিনি। এই প্রেম ভালোবাসা অব্যহত থাকুক এটাই আমরা চাই।

(এসবি/এসপি/এপ্রিল ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test