E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে জুয়া খেলার সময় হাতেনাতে আটক ৮ জুয়াড়ি

২০২৩ এপ্রিল ২৯ ১৪:৪৬:১৫
শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে জুয়া খেলার সময় হাতেনাতে আটক ৮ জুয়াড়ি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি আবাসিক হোটেলে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ অর্থ জব্দ করা হয়। 

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌমুহনা এলাকার ইউনাইটেড আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করেন।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার এলাকার মৃত কাপাত উল্লাহ এর ছেলে কুতুব মিয়া (৪৫), কদমহাটা এলাকার আব্দুল মতিন এর ছেলে জনি আহম্মেদ (৩৪) গাছটিয়া এলাকার মৃত আছকর উদ্দিনের ছেলে সায়েদ আহম্মেদ (৫০), শাহবন্দর এলাকার এলাছ মিয়ার ছেলে মোঃ টিপুল মিয়া (২৮), শ্রীমঙ্গল শহরের পূর্বাশা রেলওয়ে কলোনির মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ মোবারক মিয়া (২৭), কালাপুর এলাকার মাশিদ মিয়ার ছেলে শাহ আলম (৩০) সাইটুলা গ্রামের আব্দুল হামিদ এর ছেলে হেলন মিয়া (৩০) ও ভাগলপুর গ্রামের আতিকুর রহমান এর ছেলে মোঃ সুমন (৩৭)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের চৌমুহনায় অবস্থিত ইউনাইটেড আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৪ নং কক্ষে অভিযান চালিয়ে ওই জুয়ারিদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ টি তাস এবং নগদ ৬ হাজার ৩শত টাকা জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতরা সবাই গাড়ি চালক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পর শনিবার ২৯ এপ্রিল সকালে আদালতে পাঠানো হয়েছে।

(একে/এএস/এপ্রিল ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test