E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মে দিবসে শোষিত-বঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় নীলফামারীতে 

২০২৩ মে ০১ ১৬:২২:৪৬
মে দিবসে শোষিত-বঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় নীলফামারীতে 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারীতে শ্রমিক সংগঠনসমূহ মহান মে দিবস পালন করেছে৷ শ্রমিক সংগঠনসমূহ স্ব স্ব কার্যালয়ের সামনে স্ব স্ব ইউনিয়নের পতাকা উত্তোলন করেছে। 

আজ সোমবার সকালে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম পতাকা উত্তোলন করেন। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন করেন। 'শ্রমিক-মালিক এক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এই স্লোগানকে প্রতিপাদ্য করে শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মোঃ রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক সিদ্দিকী ওয়াহেদুজ্জামান ওপেল, সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু, ওয়ার্কাস পার্টির সভাপতি তপন রায়, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আবু তালেব।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের নেতৃত্বে একটি বিশাল শ্রমিক র্যালি শহর প্রদক্ষিণ করেছে।

(ওকে/এসপি/মে ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test