E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীনগরে হারভেস্টারে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন ও আর্থিক অনুদানের চেক বিতরণ 

২০২৩ মে ০২ ১৮:০৬:০২
শ্রীনগরে হারভেস্টারে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন ও আর্থিক অনুদানের চেক বিতরণ 

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধান ব্যবহারের মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বাস্তবায়িত সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারে ধান কর্তন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা হারভেস্টারে ধান কর্তন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় তিনি উপস্থিত কৃষকদের সাথে আলোচনা করেন ও খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরামর্শ দেন। পরে দুপুরে তিনি উপজেলা বনবিথী চত্বরে ভিক্ষুক পুর্ণবাসিত ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন, উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, পিআইও অফিসার আশেকুর রহমান, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি ইউনিয়নের পুর্ণবাসিত ৮ জন ভিক্ষুকের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং ৮টি ইউনিয়নে প্রাপ্ত বিভিন্ন রোগে আক্রান্ত ১১ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

(এআই/এসপি/মে ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test