E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা 

২০২৩ মে ০৩ ১৮:৪৮:৪২
জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা 

রাজন্য রুহানি, জামালপুর : 'মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি' প্রতিপাদ্যে উদযাপিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জামালপুরে আলোচনা সভা করেছে অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক।

বুধবার (৩ মে) দুপুরে শহরের শহীদ হারুন সড়কে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলার চিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিবিএ'র সাংবাদিক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের প্রবীণ সদস্য বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, নেটওয়ার্কের সহ-সভাপতি বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন ও সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ ও দেশ টিভির সাংবাদিক সাঈদ পারভেজ তুহিন, কোষাধ্যক্ষ সময়ের আলোর সাংবাদিক মোস্তাফিজুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, ঢাকা নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সুমন মাহমুদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি দানবীয় আইন। এই আইন দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার যে অপপ্রক্রিয়া শুরু হয়েছে তা অত্যন্ত বিপদজনক। সাংবাদিকদের এ আইনের বাইরে রাখা হলে আরও বিস্তৃত ও বেগবান হবে গণমাধ্যমের কর্মপরিধি। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ধারাও হবে উজ্জ্বলতম ও গতিশীল।

বক্তারা মুক্ত গণমাধ্যমের বিষয়ে আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করাও গণমাধ্যমকে রুদ্ধ করার একটি অপচেষ্টা। নানা সময়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা-হত্যাও গণমাধ্যমকে পিষ্ট করার এটি ন্যাক্কারজনক ষড়যন্ত্র। এই অপচেষ্টা ও ষড়যন্ত্র থেকে উত্তরণ ঘটিয়ে সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরকারের সহযোগিতা একান্ত কাম্য।

আলোচনা সভা শেষে বিশ্বে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন অপশক্তির নির্যাতনে নিহত সাংবাদিকদের শহিদি মর্যাদা দিয়ে তাঁদের স্মরণশ্রদ্ধায় একমিনিট নিরবতা পালন করা হয়।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/মে ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test