E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে লাবিবা

২০২৩ মে ০৪ ০০:৩৫:১৬
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে লাবিবা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন বাবা ফজলুল হক। বুধবার সকালে বাড়িতে পৌঁছেছে মরদেহ। শোকে বিহবল স্বজনরা। চলছে মরদেহ দাফনের প্রস্তুতি। এমন অবস্থায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিতে হলে এসেছে দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী লাবিবা। চোখ মুছতে মুছতে পরীক্ষার হলে প্রবেশ করে লাবিবা।

ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামের। লাবিবা খাতুনের কেন্দ্র পড়েছে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে।

ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিতে সকাল ১০টার আগে চোখ মুছতে মুছতে ওই কেন্দ্র যায় সে। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় ওই দিনের পরীক্ষা দিয়েছে লাবিবা। পরীক্ষা শুরুর পর বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তার বাবাকে।

লাবিবা খাতুনের চাচা ইউপি সদস্য আবু বক্কর জানান, হার্টের ব্লক ধরা পড়লে ফললুল হককে ঢাকায় নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে বাবার মৃত্যুতে লাবিবা ভেঙে পড়তে চায় না। বাবার স্বপ্ন পূরণে ভালো রেজাল্ট করে ডাক্তার হতে চায় সে।

দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হুসাইন জানান, সে আমার বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। সকালে খবরটি শুনার পর খুবই খারাপ লেগেছে। বাবার মরদেহ বাড়িতে রেখে এসে পরীক্ষা দেওয়া একজন সন্তানের পক্ষে কঠিন ব্যাপার। তবে সে যেন মানসিকভাবে ভেঙে না পড়ে সেজন্য সান্ত্বনা দিয়েছি।

কেন্দ্র সচিব রঞ্জন মজুমদার জানান, সকালে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ওই পরীক্ষার্থীর যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে তার প্রতি নজর রাখছি।

(একে/এএস/মে ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test