E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার সোনাতলায় বিদ্যুতের সাবষ্টেশনের ভিত্তিপ্রস্তুর স্থাপন

২০১৪ অক্টোবর ২৫ ২০:৩৬:১১
বগুড়ার সোনাতলায় বিদ্যুতের সাবষ্টেশনের ভিত্তিপ্রস্তুর স্থাপন

বগুড়া প্রতিনিধি : শনিবার সকালে বগুড়ার সোনাতলার খানপাড়ায় বিদ্যুতের সাবস্টেশনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, আন্তর্জাতিক পরিমন্ডলে দু’টি গুরুত্বপূর্ণ পদ অর্জনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্রের বিশ্বকে জয় করেছেন।

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার মাধ্যমে সারাবিশ্বে রোল মডেলে পরিণত হবে। শহিদুল বারী খান রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী তহিজুল ইসলাম, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক খাঁন, উপ-সহকারী প্রকৌশলী আরইইউপি সবুজ জামান, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, আওয়ামী লীগ নেতা শামছুল হক মাস্টার, অধ্যক্ষ আব্দুল মালেক, নবীন আনোয়ার কমরেড, কাউন্সিলর তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবু,্ যুবলীগ নেতা শামীম রাব্বী প্রমূখ।

উল্লেখ্য, জাইকা’র সহায়তায় এ সাবস্টেশন নির্মাণে ৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হবে। পরে প্রধান অতিথি উপজেলার সর্জ্জনপাড়া গ্রামে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।

(এএসএ/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test