E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় স্থানীয় সরকার সংলাপ অনুষ্ঠিত

২০১৪ অক্টোবর ২৫ ২০:৪৭:০৬
বগুড়ায় স্থানীয় সরকার সংলাপ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : কমিটির সভাপতি ও সদস্যদের যথাযথ শিক্ষার অভাবে আইন ও দায়িত্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা এবং দলীয় ও নিজস্ব লোকদের নিয়ে কমিটি গঠণের ফলে ইউনিয়ন গুলোতে স্ট্যান্ডিং কমিটি কার্যকরী হচ্ছে না। তবে যে কোন ইস্যুতে কথা বলতে বলতে যেমন বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে যায় তেমনি আমাদের উচিত হবে স্ট্যান্ডিং কমিটির মত এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রতিষ্ঠিত করতে নিয়মিত কথা বলা।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম স্থানীয় সরকার সংলাপের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শনিবার বগুড়া সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সহযোগিতা ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) বগুড়া জেলার আয়োজনে স্থানীয় সরকার সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠণে কার্যকর স্ট্যান্ডিং কমিটির ভূমিকা বিষয়ে আলোচনা হয়। এলজিজেএফ বগুড়া জেলা সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, নিশিন্দারা ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু, এলজিজেএফ রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লিমন বাশার। স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম বগুড়া জেলার সাধারণ সম্পাদক ফরহাদ শাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য দেন এমএমসি বাস্তবায়নাধীন সিটিজেনস্ ভয়েস ফর ইমপ্র“ভড লোকাল পাবলিক সার্ভিসেস (সিভিআইপিএস) প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম নয়ন।

(এএসএ/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test