E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শান্তির শপথ নিয়ে মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী 

২০২৩ মে ০৬ ১৭:৩০:৩৪
শান্তির শপথ নিয়ে মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী 

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে শান্তির পক্ষে শপথ নিয়ে বিটপুলিশিং ও মতবিনিময় সভায় দেশী অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী। 

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে ঢাল-শরকি, রামদা ও টেঁটাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের হাতে জমা দেন গ্রামবাসী। অস্ত্র জমা দেয়ার খবরে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে খান ও মল্লিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ৩৫ বছর ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে উভয় পক্ষ মামলা, হামলা, ভাংচুর, লুটপাট, সংর্ঘষসহ বিভিন্ন অন্যায়ে জড়িয়ে পড়েন। এই দীর্ঘ বছরের বিরোধ বন্ধের জন্য ওই এলাকার প্রায় দুই হাজার জনসাধারণ নিয়ে ডাসার থানা পুলিশের উদ্যোগে খাতিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে বিটপুলিশিং ও মতবিনিময় সভার আয়োজন করেন। পরে সেখানে দুই পক্ষের লোকজন উপস্থিত হয়ে দেশীয় অস্ত্র জমা দেন। এসময় উভয়পক্ষ শান্তির পক্ষে শপথ নেন।

এতে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ওসি (তদন্ত) মো. মনজুরুল ইসলাম, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান তার বক্তব্যে বলেন, বিরোধ ও সংঘাত কোন মঙ্গল বয়ে আনে না। ঘরে ঘরে অস্ত্র নয়, অস্ত্রের বদলে ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ রাখেন। আপনারা সংঘাত ছেড়ে শান্তির পথে ফিরে আসছেন তাই আপনারা এই শপথ বলবত রাখবেন। আমি শান্তি চাই সংঘাত চাই না।

(এএসএ/এসপি/মে ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test