E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় ক্যান্সার আক্রান্ত রোগিদের ফ্রি মেডিকেল ক্যাম্প  

২০২৩ মে ০৬ ১৯:০৭:৫২
পত্নীতলায় ক্যান্সার আক্রান্ত রোগিদের ফ্রি মেডিকেল ক্যাম্প  

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় আনুষ্ঠানিকভাবে  ক্যান্সার আক্রান্ত রোগিদের নিয়ে এক দিন ব্যাপি ফ্রি-মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ডাকবাংলো অডিটোরিয়ামে ৪৭ নওগাঁ-২ এর সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পর উদ্বোধন করেন।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এবং প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসা: রুমানা আফরোজ। এসময় মহতি এই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিম।

অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, রাজশাহী মেডিক্যাল কলেজের নাক-কান,গলা বিশেষজ্ঞ ডা. এএসএম ইকবাল হোসেন সাঈদ, জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তাসলিমা নিগার, পুপুলার হাসপাতাল ও বগুড়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাকেরা সুলতানা পলিন, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. দিপক কুমার মহন্ত, চর্ম ও যৌন এবং যৌন বিশেষজ্ঞ ডা. শামসুজ্জোহা এবং পপ্নীতলা উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে বিশেষজ্ঞ চিকিৎসকগন পত্নীতলা, ধামইরহাট, সাপাহার, মহাদেবপুর, পোরশা বিভিন্ন উপজেলা হতে আগত প্রায় ৪ শতাধিক ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা প্রদান ও ওষুধপত্র প্রদান করেন।

এসময় পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাফ্ফার চৌধুরী, নজিপুর পৌরমেয়র মো: রেজাউল কবির চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, আব্দুল আহাদ রাহাত, নজিপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো: নুরুদ্দীন, প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানইজেশনের চেয়ারম্যান মো: আবু হোসেন, নো-ক্যান্সার মুভমেন্টের আহবায়ক সাকিল রাব্বানি প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/মে ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test