E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় শিক্ষক খুনের সাথে জড়িত আরও ৩ জনকে অস্ত্র সহ গ্রেফতার

২০২৩ মে ০৭ ১৩:০৮:১১
পাংশায় শিক্ষক খুনের সাথে জড়িত আরও ৩ জনকে অস্ত্র সহ গ্রেফতার

এ কে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : চাঞ্চল্যকর পাংশা পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকু হত্যার সাথে জড়িত আরও ৩জনকে আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ মে) সকাল ১১ টায় পাংশা মডেল থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পাংশা উপজেলার নওপাড়া বনগ্রাম (নতুন পাড়া) এলাকার মন্টু সিকদারের ছেলে সজীব শিকদার (২০),শেখ পাড়া এলাকার নুর আলী মন্ডলের ছেলে মো: রাসেল মন্ডল(২০), কোলানগর এলাকার সোহরাব শেখের ছেলে মো: রমজান শেখ (৪০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করতেন। ঘটনার রাতে তিনি হোসেনডাঙ্গা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা শেষে বাড়ি ফিরছিলেন। ছিনতাই এর উদ্দেশ্যে পথে তাকে গতিরোধ করে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার মোট ৮জন জড়িত ছিলো এদের মধ্যে এক জন সংবাদদাতা হিসেবে কাজ করে। এর আগে ৫ জন কে গ্রেফতার করা হয়েছিলো। বাকি ৩ জন কে গত রাতে দুইটি ওয়ান শাটার গান ও দুটি ককটেলসহ গ্রেফতার করা হয়। হত্যাকান্ডে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে, সহকারী পুলিশ সুপার আসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক দিপঙ্কর কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর পাংশা বালিকা বিদ্যালয়ের লাইব্রেরীয়ান ও পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে মিজানুর রহমান মুকু (৪৭) কে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি হোসেনডাঙ্গা বাজারের সারের দোকানে দিনভর হালখাতার কার্যক্রম শেষ করে রাতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে আধা কিলো মিটার দুরে পৌছতেই দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কানের পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মুকু মারা যান।এঘটনায় মিজানুর রহমানের স্ত্রী পারুল খাতুন বাদী হয়ে অসিত কুমার প্রামানিককে প্রধান আসামী করে অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করে পাংশা থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেন।পরে অসিত কুমার প্রামাণিকে গ্রেফতার করে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে গত বৃহস্পতিবার ঘটনার সাথে জড়িত থাকায় ৫ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই জেল হাজতে রয়েছে।

(একেএমজি/এএস/মে ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test