E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হতদরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ

২০২৩ মে ০৭ ১৭:১০:১৭
হতদরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : শ্রমিক সংকটে কৃষকের ধান ঘরে তুলতে পাশে ছুটে গেলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হত দরিদ্র কৃষক বাবুল মিয়ার এক বিঘা ও আওয়ামী লীগ কর্মী মৃত ডলিম মিয়ার আধা বিঘা জমির ধান কেঁটে মারাই দিয়ে ঘরে তুলে দিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আজ রবিবার সকালে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু নেতৃত্ব দিয়ে ধান কাটা কর্মসূচী সম্পন্ন করেন।

এতে অংশ নেন উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আঃ কাইউম, যুবলীগ নেতা জিয়াউল হোসেন, যুবলীগ নেতা পীরমোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, ইমরান, বাদল, রাজিব শহিদুল্লাহ, লেকু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইবনেসিনা প্রপেল প্রমূখ।

বাবুল মিয়া বলেন, কয়েক দিন আগে থেকে তার এক বিঘা জমির ধান পেকে গেলেও অর্থাভাব সাথে শ্রমিক না পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।

প্রথমদিনে ২ জন দরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো বোরো মৌসুমে এ ধারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। পাশাপাশি কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

(এসবি/এসপি/মে ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test