E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীনগর উপজেলা আ.লীগের উপদেষ্টা আজিজুলের অব্যহতির বিষয়টি নিয়ে ধূম্রজাল 

২০২৩ মে ০৭ ১৯:১৪:০২
শ্রীনগর উপজেলা আ.লীগের উপদেষ্টা আজিজুলের অব্যহতির বিষয়টি নিয়ে ধূম্রজাল 

আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও আসন্ন সম্মেলনে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে অব্যহতির বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মাঝে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। 

এর আগে গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের স্বাক্ষরিত একটি চিঠিতে আজিজুল ইসলামকে অব্যহতি দেয়া হয়েছে এমন একটি পত্রের ছবি ছড়িয়ে পড়ে। অব্যহতির বিষয়টি নিয়ে ফেসবুকে দলীয় নেতা কর্মীরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করে। যা ফেসবুক ব্যবহারকারী অনেকের চোখে পড়ছে। বিষয়টি এখন টক অফ দা শ্রীনগরে পরিণত হয়েছে।

এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে উপজেলা আ'লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ -০১ আসনের সাবেক সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তার সহধর্মিনী আভা রানী ঘোষ কল রিসিভ করেন। এ সময় তিনি বলেন, আজিজুল ইসলামের বিরুদ্ধে সাময়িক অব্যহতির চিঠি প্রসঙ্গে সভাপতি (সুকুমার রঞ্জন ঘোষ) অবগত নন। তিনি এ ধরনের কোন অব্যহতি পত্রে স্বাক্ষর করেননি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে আজিজুল ইসলাম বলছেন, একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে উপজেলা আ'লীগের পক্ষ থেকে এ ধরণের কোন চিঠির অনুলিপি আসেনি।

উল্লেখ্য, শ্রীনগর উপজেলা আ'লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সাময়িক অব্যহতি প্রসঙ্গে গত ৬ মে রাতে ২০২৩ খ্রীঃ দলীয় একটি প্যাডে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের স্বাক্ষরিত পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আগামী ২০ মে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১১ বছর পর সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।

(এম/এসপি/মে ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test