E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এডিটের মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি পাবলিক টয়লেটে

জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন

২০২৩ মে ০৯ ১৭:৫৩:১২
জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন

শেখ ইমন, শৈলকুপা : এডিটের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি লাগানো হয়েছে পাবলিক টয়লেটে। যার দেয়ালে বঙ্গবন্ধুর ছবির নিচে লেখা হয়েছে ‘শেখ মুজিব পাবলিক টয়লেট’। পরে তা ছড়িতে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে নিন্দার ঝড় বইছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অস্তিত্ব মেলেনি টয়লেটের দেয়ালে এই ধরণের ছবি ও লেখার। এমন নিন্দনীয় ঘটনার জন্ম ঝিনাইদহের শৈলকুপায়। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করছেন শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম। সাধারণ ডায়েরিও করা হয়েছে থানায়।

আজ মঙ্গলবার দুপুরে পৌরভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পৌর মেয়র লিখিত বক্তব্যে জানান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনের (গোল চত্তর মোড়ে) পাবলিক টয়লেটের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও নীচে ‘শেখ মুজিব পাবলিক টয়লেট’ লিখে ‘শেখ শামসুন্নাহার হক লাকী’ নামক ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। এমন ঘটনার পরে সরেজমিনে এর কোন অস্তিত্ব মেলেনি। টয়লেটটি নির্মাণের পর থেকেই অব্যবহৃত অবস্থায় রয়েছে।

পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি ব্যবহার করে বঙ্গবন্ধু ও পুরো জাতিকে অবমাননা করা হয়েছে। এমন কিছু সেখানে আদৌ ছিল না, বর্তমানেও নেই এবং এমন নেক্কারজনক ঘটনাটি উদ্দেশ্য প্রনোদিত। এমন ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পাবলিট টয়লেটে বঙ্গবন্ধুর ছবি ও নাম ব্যবহারকারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসআই/এসপি/মে ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test