E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগ নেতা-কর্মীরা

২০২৩ মে ০৯ ১৮:২৯:২২
নওগাঁয় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগ নেতা-কর্মীরা

নওগাঁ প্রতিনিধি : সারাদেশে বোরো ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবার নওগাঁয় দরিদ্র ও অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের দরিদ্র কৃষক তফির মন্ডলের ৩০ শতক জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগের সাধারন সম্পাাদক বিমান কুমার রায়ের নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী।

কৃষক তফির মন্ডল বলেন, ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিক সংকট দেখা দেওয়ায় আমি জেলা যুবলীগের সাধারন সম্পাদককে বিষয়টি বললে তিনি আজ এসে বিনামূল্যে ধান কেটে ঘরে তুলে দেন। এতে আমি খুশি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাইনুল হাসান নিখিলের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তারা। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে জেলার ১১টি উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতৃকর্মীদের নির্দেশনা দিয়েছি। যেসব কৃষক পাকা ধান ঘরে তুলতে পারছেন না সেই খবর জানা মাত্রই যুবলীগের কর্মীরা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। যতদিন জেলায় শ্রমিক সংকট থাকবে ততদিন এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(বিএস/এসপি/মে ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test