E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা 

২০২৩ মে ১০ ১৫:২৯:২৩
পঞ্চগড়ে পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা 

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পরীক্ষা খারাপ হওয়ায় ইতি আকতার নামের এক এসএসসি পরীক্ষার্থী  বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বোদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইতি আকতার সদর উপজেলার সাতমেরা করতোয়া আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। মেয়েটি পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩২৯ নম্বর কক্ষের পরীক্ষার্থী ছিলো। ৯ মে গণিত পরীক্ষার প্রশ্নপত্র জটিল হওয়ায় সে আশাতিত উত্তর দিতে না পেরে হতাশ হয়ে পড়ে। পরীক্ষা শেষ করে সে বাড়ি চলে যায়।চিন্তিত মেয়েটি বিকালের দিকে তাদের ঘরে রাখা ফসলের মাঠে ছিটানোর বিষের বোতল থেকে বিষপান করে। এক পর্যায় সে বমি করা শুরু করলে তার অভিভাবকরা কি হয়েছে, জানতে চাইলে সে বিষপান করার কথা স্বীকার করে। পরে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে বংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর নেওয়ার পথে সে মারা যায়। সে বোদাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নিহত ইতিরা ৪ বোন। সে বাবার তৃতীয় কন্যা। বাবা পল্লী চিকিৎসক(প্রাণী)।

এ বিষয়ে সাতমেরা করতোয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবিরুল ইসলাম বলেন, শুনেছি পরীক্ষা খারাপ হওয়ায় মেয়েটি বিষ পান করেছে,যা দুঃখজনক।

(এআর/এসপি/মে ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test