E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষকের কাছে মার খেয়ে ক্লাসে ফিরছেনা ছাত্ররা

২০২৩ মে ১১ ১৭:২৪:১৪
শিক্ষকের কাছে মার খেয়ে ক্লাসে ফিরছেনা ছাত্ররা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার নিশ্চিন্তপুর মাধমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ২২ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার পর থেকে ক্লাসে অনুপস্থিত তারা।

উপজেলা শিক্ষা অফিসা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি।

সরেজমিনে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিদ্যালয়ের গেলে দেখা যায় বিদ্যালয়ের অন্যান্য শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও দশম শ্রেণীতে ছাত্র সংখ্যা অসন্তোষজনক। দশম শ্রেণীর মোট ছাত্রের ২ জন উপস্থিত থাকলেও বাকিরা অনুপস্থিত।

তবে জখম হওয়া শিক্ষার্থীরা ঘটনার পরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করে। তার প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার এদিন দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে মৌখিক ভাবে ওই দিনের ঘটনার বিবরণ নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। যার ফলে কোন তদন্ত কমিটি গঠনও হয়নি। ঘটনার দুইদিন পার হয়ে যাওয়ায় আজ বিদ্যালয়ে এসেছি। যাতে ইউএনও আমার কাছে জানতে চাইলে উত্তর দিতে পারি। তবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওটা বিদ্যালয়ের পক্ষ থেকে নেবেন।

উল্লেখ্য, নিশ্চিন্তপুর মাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণীর ২০ শিক্ষার্থীকে ক্লাসে নিয়ে বেত্রাঘাত করে। পরে আরও ২ শিক্ষার্থীকে লাইব্রেরীতে নিয়ে বেত্রাঘাত করে। এতে শিক্ষার্থীদের মাথায়, কানে, হাতে ও পিঠে সহ শরীরের বিভিন্ন অংশে নিলাফোলা জখম হয়।

(এমজি/এসপি/মে ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test