E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদ্রা ইউপি চেয়ারম্যান খোকাকে কারণ দর্শানোর নোটিশ

২০২৩ মে ১১ ১৭:৩৫:০৮
আদ্রা ইউপি চেয়ারম্যান খোকাকে কারণ দর্শানোর নোটিশ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে অসদাচরণের অভিযোগে আদ্রা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সাধারণ সম্পাদক মো. জিন্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বুধবার (১০ মে) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে রফিকুল ইসলাম খোকার সঙ্গে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির বৈঠক বসে। বৈঠকে বিরোধ নিষ্পত্তি হলেও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহর সঙ্গে বাকবিতন্ডায় উচ্চস্বরে অশালীন বাক্য প্রয়োগ করেন ওই চেয়ারম্যান। এতে দলীয় শৃঙ্খলা ও শিষ্টচার ভঙ্গ হয়।

এ অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৪৭ এর ৯ ধারায় কেনো তাঁকে সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হবে না, তার লিখিত জবাব আগামী ৭ (সাত) দিনের মধ্যে দিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় কোনো কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে।

এ বিষয়ে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম খোকা বলেন, 'উপজেলা আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। আগামী সাতদিনের মধ্যে চিন্তাভাবনা করে তাঁদের কাছে কারণ দর্শাবো।'

এ প্রসঙ্গে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, 'অসদাচরণ করায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে সন্তোষজনক কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।'

(আরআর/এসপি/মে ১১, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test