E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৩ মে ১২ ১৭:২৪:১৬
মাদারীপুরে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে কারিগরিমুক্ত নার্সসহ ৬ দফা দাবিতে শুক্রবার (১২ মে) সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

স্টুডেন্ট নাসের্’স এসোসিয়েশনের আয়োজনে ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেয় বেশ কয়েকটি নার্সিং ইনস্টিটিউট এর কয়েকশ’ শিক্ষার্থী। এ সময় তারা কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান, প্রফেশনাল বিসিএস, ছেলেদের আবাসিক হলসহ ৬ দফা দাবি তুলেন ধরেন। দ্রুত দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও স্টুডেন্ট নার্সে’স এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহসান বলেন, তিনবছর পড়ালেখা করে আমাদের যে পদমর্যাদা দেয়া হয়েছে, এটি অন্যকোন সংক্ষিপ্ত কোর্সধারীদের সাথে মিলাতে দিতে দেয়া যাবে না। আমরা অনেক কষ্ট করে ভর্তি পরীক্ষা দিয়ে পড়ালেখার সুযোগ পেয়েছি। আর মাত্র ৬ মাসের কোর্স করে কেউ আমাদের সমান পদমর্যাদা পেলে এটি আমাদের সাথে অন্যায় করা হবে।

(এএসএ/এসপি/মে ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test