E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

২০১৪ অক্টোবর ২৬ ১৪:৫৪:৩৩
শেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার এবং র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে।

র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়েরের পর আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী-র‌্যাব-১২, বগুড়া অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদক বিক্রির সংবাদ পেয়ে শেরপুর থানার পৌর এলাকার একটি রেস্টেুরেন্টে অভিযান পরিচালনা করে উপজেলার ভাটরা গ্রামের মৃত মফজেল খানের পুত্র নুরুল ইসলাম (৪৮) ও নওশের আলী আকন্দের পুত্র শফিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ দুইজনকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট-সিংড়া ব্রীজর কাছে কয়েকজন যুবক ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে ব্রীজের পাশের একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি আরো জানান, র‌্যাব-১২ সদস্যরা ৩০০ পিস ইয়াবা উদ্ধার ও ২জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

(এএসবি/এএস/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test