E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

২০২৩ মে ১৪ ১৫:০০:৫৩
পরিক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপিঠ স্কুলের শিক্ষার্থী মো:রাফিন মুনতাসির মোল্লা (১৬) বিষপানে আত্মহত্যা করেছে।

সে চলতি এসএসসি পরিক্ষার পরীক্ষার্থী ছিলেন। গণিত পরিক্ষা ভালো না হওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান স্বজনেরা।

আত্মহত্যাকারী রাফিন বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. শাজাহান মোল্লার ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ মে) কালুখালী গার্লস স্কুলে গনিত পরিক্ষা শেষে বাড়ি ফিরে পরিক্ষা ভালো হয়নি বলে হতাশায় ভেঙে পড়েন রাফিন। এসময় তার পরিবারের সদস্যরা তাকে অনেক সান্তনা দেন। তাতেও ক্ষান্ত হয়নি সে। পরে ঘাস মারা কীটনাশক খেয়ে বন্ধুদের এসএমএস করেন আজ বোধহয় আমার শেষ দিন আমার জানাযায় তোরা আসিস বলে ফোন কেটে দেয়। পরে তার বন্ধুরা ছুটে এসে তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।

শেষমেষ শনিবার (১৩ মে) ভোর ৬ টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাফসান মৃত্যুবরণ করেন। পরে রাত ১০ টার দিকে বাড়িতে এনে জানাজা করা হয়। আজ রবিবার ভোর ৬টার দিকে তার দাফন সম্পন্ন করা হয়।

(এমজি/এএস/মে ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test