E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিবেশীর হামলায় আহত ৪, থানায় মামলা

২০২৩ মে ১৪ ১৭:২৪:২৮
প্রতিবেশীর হামলায় আহত ৪, থানায় মামলা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার কুটামনি এলাকায় পুকুরের মাছ ধরার প্রতিবাদ করায় প্রতিবেশীদের মারধরে নারী-পুরুষসহ চার ব্যক্তি আহত হয়েছেন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আহতরা হলেন ওই এলাকার বাকী বিল্লাহর স্ত্রী মোছা. হাছনা হেনা (৪৫), মৃত রহমত আলীর ছেলে
উজ্জ্বল মিয়া (৩৩), বাকী বিল্লাহ (৫০) ও মো. সামু মিয়ার স্ত্রী পারুল বেগম (৩৮)।

মারধরের ঘটনায় রবিবার (১৪ মে) দুপুরে ছয়জন নামীয় ও ৫/৬ জন অজ্ঞাত আসামি করে ভুক্তভোগী মৃত রহমত আলীর ছেলে মো. মুকুল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন।

আসামিরা হলেন ওই এলাকার জয়নাল উদ্দিনের ছেলে মো. শামীম (৩৫) ও মো. সাঞ্জিন (২০), মৃত নীল মামুদের ছেলে জয়নাল উদ্দিন (৬২) ও মো. আজগর আলী (৫০), মো. হজ'র ছেলে মো. সোহাগ (২৮), মো. জয়নালের স্ত্রী মোছা. শান্তি বেগম (৫০)।

মামলার বাদী মুকুল মিয়া জানান, প্রতিপক্ষ আসামিরা আমাদের প্রতিবেশী। তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাতায়াত করতে হয়। তাদের বসতবাড়ি সংলগ্ন আমাদের একটি পুকুর আছে। আসামীরা অন্যায়ভাবে আমাদের পুকুর হতে মাছ ধরে। এতে প্রতিবাদ করায় আসামিরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। আমার পিতার মৃত্যুবার্ষিকী থাকায় ঘটনার দিন আমিসহ আমার দুই ভাই স্থানীয় বাজার হতে বাজার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ঘটনার দিন ১৩ মে রাত ১টার দিকে আসামিদের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছা মাত্রই সেখানে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকা লোকজন আমাদের ওপর হামলা চালায়। তাদের এলোপাথারি মারপিটে আমাদের চারজন গুরুতর আহত হয়।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুবিচারের দাবি জানান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/মে ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test