E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে পাহাড়ের ঢাল থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ 

২০২৩ মে ১৪ ১৮:২৮:৩৪
কাপ্তাইয়ে পাহাড়ের ঢাল থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ 

রিপন মারমা, রাঙামাটি : অতিপ্রবল ঘুণিঝড় মোখার প্রভাবে বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকজনদেরকে আশ্রয়কেন্দ্রে যেতে বলেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। 

রবিবার (১৪ মে) বিকেল ৪টায় দিকে তিনি ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে জনসাধারণ সাথে কথা বলেন এবং তাদেরকে ঘুর্ণিঝড় “মোখার” আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে আসার অনুরোধ জানান। এসময় ইউএনও বলেন, আপনারা আশ্রয় কেন্দ্রে যান, আমরা সব ধরনের ব্যবস্থা নিব।পরে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘুণিঝড় ” মোখা” ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৫ টি ইউনিয়নে ১৭ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একইসাথে উপজেলা পর্যায়েও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে বলা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, স্থানীয় ইউপি সদস্য ইমাম উদ্দিন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মে ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test