E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে আদিবাসীদের মানববন্ধন

২০১৪ এপ্রিল ২৯ ১৯:৪২:৫৭
ধামইরহাটে আদিবাসীদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট-নওগাঁর আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আদিবাসী নেতা রবিউল টুডুর বোরো ধান ক্ষেত দুর্বৃত্ত কর্তৃক পুড়িয়ে দেয়ার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির ও ক্ষতি পুরণের দাবীতে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, দেবলাল টুডু, ভারত পাহান, রবিউল টুডু, সমর উড়াও, মনোরঞ্জন প্রমুখ। উল্লেখ্য চলতি মাসের ৩ তারিখে উপজেলার খেড়শুকনা গ্রামের আদিবাসী কৃষক বরিউল টুডুর ৮৩ শতাংশ বোরো ধান ক্ষেতে দৃর্বৃত্তরা ক্ষতিকর বিষ স্প্রে করে পুড়ে দেয়।

(বিএম/এটি/এপ্রিল ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test