E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ

২০২৩ মে ১৫ ১৮:০৩:১০
নগরকান্দায় কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামের মৃত নুরুউদ্দীন মোল্লার ছেলে শাহাবুদ্দিন মোল্লার জমি থেকে পাকা ধান কেটে নেওয়ায় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। 

ফরিদপুর জেলা নগরকান্দা থানাধীন ২০৭ দুলালী মৌজার খতিয়ান নং প্রস্তাবিত ৬৯৪ নং দাগ নং এস এ ৭৬৬,বি আর এস ১৬০৮ মোট জমির পরিমান ৬৫.০০ শতাংশ। নিম্ম তফসীল বর্নিত নাল জমি সরকার কর্তৃক বন্দোবস্ত দলিল নং ২৩৭০ কবুলিয়াত মূলে খাজনা খারিজ সহ চলতি বছর ইরি ধানের চাষাবাদ করে ভোগ দখলে আছেন। বিবাদী ১। মোঃ ওহিদ মোল্লা (৫০), ২। ইকরাম মোল্লা (৫৫) উভয় পিতা মৃত হাশেম মোল্লা ৩। কোরবান মোল্লা ৪। ইকবাল মোল্লা (২৫)উভয় পিতা মৃত মোসলেম মোল্লা ৫। রফিকুল মোল্লা (২৬) পিতা মৃত ইকরাম মোল্লা ৬।বজলু মোল্লা (৪৬),৭। ফজলু মোল্লা পিতা মৃত আব্দুল হক মোল্লা ৮। রুহুল (২৫)পিতা লিয়াকত মোল্লা ৯। আওলাদ মোল্লা (২৫) ১০। কবির মোল্লা পিতা মৃত সিরাজুল মোল্লা সর্ব সাং ব্রাহ্মণডাঙ্গা ধান কেটে নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযুক্তকারীদের মধ্যে ওহিদ মোল্লা ধান কেটে নেওয়ার কথা স্বীকার করেন। তবে তাদের জমি থেকে তাদের লাগানো ধান কেটে নিয়েছেন বলে জানান। তবে জমির কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি।জমি'র মালিক শাহাবুদ্দিন মোল্লা বলেন থানা - আদালতে ধান কাটা নিয়ে মামলা দিব।

(পিবি/এসপি/মে ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test