E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে জামিনে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা

২০২৩ মে ১৬ ০০:২১:৩৯
মৌলভীবাজারে জামিনে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শ্রীমঙ্গলে পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জেলা কারাগারে থাকা মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন জামিনে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিয়েছেন। রবিবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপনের বাবা শহরের কাজিরগাও এলাকার বাসিন্দা সুন্দর মিয়া।

সোমবার ১৫ মে বিকাল পৌনে ৬টার দিকে মৌলভীবাজার শহরের পৌর এলাকার টিকরবাড়ী কবরস্থানের পাশের মাঠে জানাযার নামাজ শেষে টিকরবাড়ী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে শিপনের জামিন চেয়ে পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। মুক্তি পেয়ে বাবা সুন্দর মিয়ার জানাযায় অংশ নেন যুবদলের এই নেতা। জানাযায় অংশ নেন জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপির শীর্ষ নেতা, জনপ্রতিনিধি, দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লীরা।

পারিবারিক সূত্র জানায়, মাহবুবুর রহমান শিপন কারাগারে থাকায় আদালতে তাঁর মুক্তির আবেদন ও জানাযায় অংশ নেয়ার জন্য পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিলম্ব করে পরদিন সোমবার বিকাল পৌঁনে ৬ টায় শহরের কাজিরগাও এলাকার টিকরবাড়ীতে জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়।

বিএনপি নেতা সরওয়ার মজুমদার ইমন জানান, পরিবারের পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করায় জামিনে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নেন শিপন।

এর আগে গত শনিবার ১৩ মে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, শুক্রবার ১২ মে বিকেলে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া গ্রামে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুর বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিবের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মীসভা শেষে সন্ধ্যা ৬টার দিকে আশিদ্রোন ইউনিয়নের কড়ইতলা এলাকায় শ্রীমঙ্গল থানা পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালে পুলিশের উপর পাথর নিক্ষেপ ও বাশেঁর লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ করা হয়। হামলায় ৫জন পুলিশ সদস্য আহত হয় হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পাঠান, উপপরিদর্শক (এসআই) মো: রাকিবুল হাছান ১৩ জনকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে মৌলভীবাজার যুবদলের কয়েকজন নেতাও রয়েছেন। তাদের মধ্যে মৌলভীবাজার পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপনও রয়েছেন। গত শনিবার শিপনসহ গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার আদালতে পাঠায় শ্রীমঙ্গল থানা পুলিশ।

(একে/এএস/মে ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test