E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‌‌‘নারীর অংশগ্রহণ বাড়লেও একই মাত্রায় ক্ষমতায়ন হয়নি’

২০২৩ মে ১৬ ১৯:১৩:২২
‌‌‘নারীর অংশগ্রহণ বাড়লেও একই মাত্রায় ক্ষমতায়ন হয়নি’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ‘স্বাধীনতার ৫০ বছর পরও অনেক ক্ষেত্রে দেশের নারীরা তাদের অধিকার কাঙ্ক্ষিত পর্যায়ে প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও একই মাত্রায় ক্ষমতায়ন হয়নি তাদের। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে রাজনৈতিক দলগুলোর সকল স্তরের বিভিন্ন কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার কথা থাকলেও বাস্তব অন্তর্ভুক্তির হার এখনো নিশ্চিত হয়নি। নারীদের জন্য ইউনিয়ন পরিষদে সদস্য, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান আর সংসদে সংরক্ষিত আসন রাখা হলেও তাদের উল্লেখযোগ্য ও সুনির্দিষ্ট কোনো ক্ষমতা দেওয়া হয়নি। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য প্রতিটি রাজনৈতিক দলকে সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে নারীকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। বিভিন্ন কমিটিতে অংশগ্রহণের সঙ্গে আরও বেশি করে সাধারণ নারীর সংগ্রামে শামিল করতে হবে।’

আজ মঙ্গলবার ( ১৬ মে) দিনাজপুরে 'অপরাজিতাদের সাথে রাজনীতিবিদদের মতবিনিময়: নারীর রাজনীতিতে ক্ষমতায়ন' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ডেমক্রেসিওয়াচ ও অপরাজিতা বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ-দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক এমপি সুলতানা বুলবুল, বাংলাদেশ আওয়ামীলীগ-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আলতাফুজ্জামান মিতা, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টি-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জাতীয়তাবাদী মহিলা দল-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো.হবিবুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সিদ্দিক, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী, ডেমক্রেসিওয়াচের কর্মসূচি কো-অডিনেটর ফিরোজ নুরুন-নবী যুগল ডেমক্রেসিওয়াচের দিনাজপুর জেলা সমন্বয়ক মো.কামরুজ্জামান সহ অন্যরা।

বক্তারা আরো বলেন, রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে নারীকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। বিভিন্ন কমিটিতে অংশগ্রহণের সঙ্গে আরও বেশি করে সাধারণ নারীর সংগ্রামে শামিল করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলে নারীর যোগ্যতার ভিত্তিতে তাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি করতে হবে। সংরক্ষিত আসনের বাইরে জাতীয় সংসদ থেকে সব প্রতিনিধিত্বমূলক মূল পদে তথা নির্বাচনে মনোনয়ের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীকে অধিকতর হারে সুযোগ দিতে হবে।'

সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল বলেন,'বর্তমান প্রধানমন্ত্রী পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নারী সংরক্ষিত আসন বাড়ানো আর উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি করেছেন। নারী অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

অনুষ্ঠানে রাজনীতিবিদ,রাজনৈতিক নেতৃবৃন্দ,তৃর্ণমুল পর্যায়ের অপরাজিতা নারী নেতৃবৃন্দ,সাংবাদিকসহ ৫০ জন অংশ নেন।

(এস/এসপি/মে ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test