E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগের নেতাকর্মীকে আর কেউ নির্যাতন করার চেষ্টা করবেন না : লাবু চৌধুরী

২০২৩ মে ১৬ ১৯:৩৩:৩৭
আ.লীগের নেতাকর্মীকে আর কেউ নির্যাতন করার চেষ্টা করবেন না : লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়নের একমাত্র দাবীদার আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে বিএনপি ও জামাতের লোক বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। আমরা সেই সুযোগ তাদেরকে দিবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা সবাইকে নিয়ে তাদেরকে প্রতিহত করবো।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় বিএনপি-জামাতের একজনও গ্রেপ্তার হয় না। এর কারন কি জানতে চাই।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীকে আর কেউ নির্যাতন করার চেষ্টা করবেন না। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করবেন না। আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান, আমি এসব আর বরদাস্ত করবো না। সবাইকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহীন আলমসহ শত শত নেতাকর্মীবৃন্দ।

(এন/এসপি/মে ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test