E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘড়ি মার্কার প্রচারণায় হামলা গাড়ি ভাঙচুর, আহত ৬

২০২৩ মে ১৭ ১৫:৪১:৩৯
ঘড়ি মার্কার প্রচারণায় হামলা গাড়ি ভাঙচুর, আহত ৬

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততোই উত্তেজনা বাড়ছে। এরিমধ্যে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে হামলার ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মেয়র পদে ঘড়ি প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। টঙ্গীর এরশাদনগরে এ হামলার অভিযোগ পাওয়া যায়। এতে পাঁচটি গাড়ি ভাঙচুর ও ছয়জন আহত হয়েছে বলে জানা যায়। 

স্থানীয় সূত্র জানায়, ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন নির্বাচনী প্রচারণা করতে করতে এরশাদনগরে যান। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে গাড়িবহর থেমে যায়। তখন অতর্কিতভাবে কয়েকজন রড ও লাঠি দিয়ে আঘাত করে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ঘড়ি প্রতীকের ছয় কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জায়েদা খাতুন সমর্থকরা।

এ বিষয়ে প্রার্থী জায়েদা খাতুনের ছেলে ঘড়ি প্রতীক নির্বাচনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘অতর্কিত হামলা করে আমাদের পাঁচটি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজনকে আহত করেছে নৌকার সমর্থকরা।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে একান্ত সচিব এডভোকেট কবীর বিন মাসুম অভিযোগ অস্বীকার করে বলেছেন, নৌকার কেউ কোনো হামলা করেনি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জাহাঙ্গীর আলম বলেন, ঘড়ি মার্কার নির্বাচনী গণসংযোগেও একাধিকবার বাঁধা দিয়েছে পুলিশ। প্রচারণায় ভীড় ও মটরসাইলের বহর থাকায় ইতিপূর্বে নির্বাচনী আচরণ ভঙ্গের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘড়ি মার্কার তিন সমর্থককে জরিমানা করেন।

যদিও জাহাঙ্গীর আলম বলছেন, নির্বাচনী প্রচারণায় গেলে স্থানীয় শতশত ভোটারগণ তাদের প্রার্থীর কথা শুনতে উপস্থিত হন। তিনি মনে করেন, ঘড়ি মার্কার সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় থেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আহ্বান জানান।

(জেজে/এসপি/মে ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test