E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাংক ড্রাফটের ফাঁদে চাকরি প্রার্থীরা

২০২৩ মে ১৮ ১৬:৫১:১৮
বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাংক ড্রাফটের ফাঁদে চাকরি প্রার্থীরা

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাংক ড্রাফটের ফাঁদে ভোগান্তির শিকার হচ্ছেন চাকরিপ্রার্থীরা।নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই আবেদনপত্রের সঙ্গে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত অর্থের ব্যাংক ড্রাফট চাওয়া হচ্ছে।এর মাধ্যমে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার ধামচন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে। গত ১২ মে জাতীয় দৈনিক যায়যায়দিন ও স্থানীয় দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উল্লেখ করা হয় শূন্যপদে সহকারী প্রধান শিক্ষকের জন্য ৪ হাজার ও নৈশ্য প্রহরী, অফিস সহায়ক, আয়ার জন্য ২ হাজার ৫শত টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে।

কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়োগ পত্রের সাথে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অভিনব কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা প্রধান শিক্ষকের।এমন অভিযোগ তুলেছেন স্থানীয় চাকরিপ্রার্থীরা।

অনেক চাকরিপ্রার্থী নাম প্রকাশ না করা শর্তে বলেন, আজ অব্দি দেখি নাই স্কুলের চাকরির আবেদনের ক্ষেত্রে এত টাকার অফেরতযোগ্য ব্যাংক করতে হয়। এটা নিয়োগ কমিটির পলিসি।

একাধিক চাকরিপ্রার্থী বলেন, আমি যে এসব কথা বলেছি ম্যানেজিং কমিটি কিংবা প্রধান শিক্ষক জানলে আমার নিয়োগ কখনোই হবে না। কারণ এই নিয়মটি সম্পন্ন ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের হাতে। আবেদন ব্যাংক ড্রাফট পরীক্ষা এগুলো শুধুই নিয়ম রক্ষার্থে।

এ বিষয়ে ধামচন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আসলে আমি জানতাম না সর্বোচ্চ কত টাকার ব্যাংক ড্রাফট নির্ধারণ করা যাবে। ম্যানেজিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয় ৫ হাজার টাকার ব্যাংক ড্রাফট করা যেতে পারে। আমি দেখলাম ৫ হাজার বেশি হয়ে যায় তাই ৪ হাজার করি। তবে উপজেলা শিক্ষা অফিসার আমাকে ফোন করেছে। তাই নতুন করে আবার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সহকারী প্রধান শিক্ষকের জন্য ৬ শত টাকা আর অন্য সব পদের জন্য ১শত টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট করার সিদ্ধান্ত হয়েছে।

কালুখালী উপজেলা শিক্ষা অফিসার নাসিম আখতার বলেন, এই সকল নিয়োগের ক্ষেত্রে এত টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট করা যায় না।তাই ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছি।

(এমজি/এসপি/মে ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test