E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক ফিলিপ মার্ডীর সন্ধান চায় পরিবার

২০২৩ মে ১৮ ১৮:১৮:১৪
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক ফিলিপ মার্ডীর সন্ধান চায় পরিবার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে শশুরবাড়ীতে বেড়াতে গিয়ে কিছুদিন অবস্থানের পর হঠাৎ নিখোজ হয়েছে জামাতা। ধামইরহাট উপজেলা ও পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন চকযদু গ্রাম থেকে এই ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মৃত ভানু মার্ডির ছেলে ফিলিপ মার্ডি তার শশুরবাড়ি ধামইরহাট পৌর এলাকার দক্ষিন চকযদু (মাহালীপাড়া) গ্রামে আসে। এই গ্রামের গাহানু হাসদার মেয়ে বাসন্তী হাসদার সাথে বিয়েও হয়েছিল আদিবাসী যুবক ফিলিপ মার্ডির। সেই সুবাদে চলতি মে মাসের ১ম সপ্তাহে বেড়াতেও আসে এবং কিছুদিন থেকে ১৩ মে বিকেলে বাজারে গিয়ে আর বাড়ী ফিরেনি। এই ঘটনায় শশুর বাড়ীর থেকে বাসন্তীর বড় ভাই খোকন হাসদা ১৭ মে’২০২৩ তারিখে ধামইরহাট থানায় জিডি. করেছেন, জি.ডি নম্বর-৭৯৪।

পরিবারিক ভাবে জানা যায়, নিখোজ ফিলিপ মার্ডি অনেকটা মানসিক ভারসাম্যহীন, কোথায় কখন কোন রাস্তা দিয়ে যায় সব সময় তা মনে রাখতে পারেনা। তার সন্ধান কেউ পেলে ০১৭০৫-৮৬২০৭৬ নম্বরে যোগাযোগের জন্য সবাইকে অনুরোধ করেছেন বোনের স্বামীর সন্ধান প্রার্থী খোকন হাসদা ।

(বিএস/এসপি/মে ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test