E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শান্তি সমাবেশের নাম শুনলে একাত্তরে শান্তি বাহিনীর বর্বরতার কথা মনে পড়ে’

২০২৩ মে ২০ ১৭:৪০:৫৭
‘শান্তি সমাবেশের নাম শুনলে একাত্তরে শান্তি বাহিনীর বর্বরতার কথা মনে পড়ে’

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ওয়াবাদুল কাদের নাকি হাত ভেঙে দেবেন, পুড়িয়ে দেবেন। তাহলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও নেতার কথা কি মিললো? মিললো না। এজন্য শান্তি সমাবেশের নাম শুনলে একাত্তরের শান্তি বাহিনীর বর্বরতার কথা মনে পড়ে।'

তিনি আরও বলেন, 'আপনাদের নেতা কথায় কথায় বলেন, খেলা হবে, কিসের খেলা? এক্কাদোক্কা খেলা নাকি হাডুডু খেলা, কোন খেলা হবে? লুডু খেলা সম্পর্কে জানেন তো, লুডু খেলায় সবচেয়ে বড় দান হলো ছক্কা, এক ছক্কা মারলে আবার মারতে হয়, আবার ছক্কা পড়লে আবার মারতে হয়, তিনছক্কা পড়লে ফুক্কা। ২০০৮ সালে এক ছক্কা মারছিলেন, আবার নিয়মমতো ২০১৪ তে আরেক ছক্কা মারছিলেন, আবার প্রতারণা করে ২০১৮ সালে রাতের বেলা আরেক ছক্কা মারছিলেন। তিন ছক্কার মেরে আওয়ামী লীগ এখন ফুক্কা হয়ে গেছে। ওদের মধ্যে এখন আর কিছু নাই। এই তিন ছক্কার খেলোয়াড়দের এখন খেলা শেখাবে বিএনপি, খেলা শেখাবে বাংলাদেশের মানুষ।'

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জামালপুর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২০ মে) দুপুরে স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আপনাদের পোশাকে যে মনোগ্রাম সাঁটা, সেখানে বাংলাদেশ পুলিশ লেখা আছে। আওয়ামী পুলিশ লেখা নেই, বিএনপি পুলিশও লেখা নেই। লেখা আছে বাংলাদেশের ডিবি, বাংলাদেশের সিআইডি। কোনো দলের না। তাই আইনশৃঙ্খলা বাহিনী সবার।

তিনি আরও বলেন, 'একটা কথা মনে রাখবেন, তালিকা ধরে ধরে ঘরে ঘরে গ্রেপ্তার করেন, কারাগারে পাঠান, সেই তালিকা বেশিদিন করতে পারবেন না। এমন নিশ্চয়তা আপনাদের কেউ দেয় নাই। আমরাও বেছে বেছে তালিকা ধরে ধরে জনতার আদালতে হাজির করা হবে।'

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল হক খান দুলাল প্রমুখ।

(আরআর/এসপি/মে ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test