E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির আন্দোলন ক্ষমতার জন্য নয়, অধিকার ফিরিয়ে দেয়ার জন্য’

২০২৩ মে ২০ ১৯:৫৬:১৫
‘বিএনপির আন্দোলন ক্ষমতার জন্য নয়, অধিকার ফিরিয়ে দেয়ার জন্য’

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা: এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতির যে অবস্থা, সরকার দাম বাড়ায় আর কমায়, মনে হচ্ছে পৈত্রিক সম্পত্তির মতো। আজকে জনগণের কাছে তাদের কোন দায় নেই। সেই জনগণের আজকে কোন ক্ষমতাই নেই। আর বিএনপির আন্দোলন এবং আজকে যে যুগপথ আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দল করছে সেটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। জনগণের যে অধিকার, জনগণকে ফিরত দেয়ার এই আন্দোলন। এই আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। আজকে ইলিয়াস আলী হারিয়ে গেছে বলা যাবে না। কোথায় বলতে পারবনা। তাঁর কোন হদিস নেই। এই যে আইনশৃঙ্খলার চরম অবনতি,আজকে মানবাধিকারের চরম অবনতি, কোন কথাই বলা যাবে না। বললেই ডিজিটাল সিকিউরিটি যে আইন বানিয়েছে। অর্থাৎ কথা বললেই মামলা।

শনিবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শাহ মোস্তফা টাউন ঈদগাহ প্রাঙ্গণে খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত ও জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সহ-সভাপতি ফয়সল আহমদের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হোসেন জীবন ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন মিলন উপস্থিত থাকার কথা থাকলেও এ দুই নেতা সিলেট সিটি কর্পোারেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর রেজিষ্ট্রারী মাঠের কর্মসূচীতে যোগ দেয়ায় উপস্থিত হননি।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, সদর থানা বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জলসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী নেতা ডা: এ. জেড. এম জাহিদ হোসেন আরও বলেন, আজকে তারা বড় বড় কথা বলেন, উন্নয়ন করেছেন, এতই যদি উন্নয়ন করেন তাহলে জনগণের সামনে আসুন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিন। জনগণকে ভোট দেয়ার সুযোগ দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন দেন। আর জনগণ যদি আপনাদের লাল কার্ড দেখিয়ে দেন তাহলে আর কিছুই করার থাকবেনা। আপনারা জনগণের কাতারে আসুন, জনগণের মুখের ভাষা বুঝার চেষ্টা করুণ।

এদিকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে অংশ নিতে বিকাল ৩টার পর থেকেই শ্রীমঙ্গলসহ আশপাশের উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। পাশাপাশি মৌলভীবাজার শহর ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকেও খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা যায়। সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই সমাবেশ শেষ হয়েছে।

(একে/এএস/মে ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test