E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিটিয়ে হত্যার ৯ মাস পর মরদেহ ফেরত দিলো ভারত

২০২৩ মে ২১ ১৭:০০:২৯
পিটিয়ে হত্যার ৯ মাস পর মরদেহ ফেরত দিলো ভারত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চোর সন্দেহে সালাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার দীর্ঘ ৯ মাস পর মরদেহ বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

গত ২০মে শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি দেশে আনা হয়। প্রথমে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ লাশ গ্রহণ করে, পরে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, পুলিশ রাতেই লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।

নিহত যুবক সালাম পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, ঘটনার পর থেকে প্রশাসনের সহায়তায় উভয় দেশের হাইকমিশন ও মানবাধিকার কর্মীদের সহায়তায় সালামের লাশ বাংলাদেশে আনা সম্ভব হয়েছে। দীর্ঘ প্রায় ৯ মাস পর ভারতীয় পুলিশ তাদের সকল প্রক্রিয়া শেষে শনিবার সন্ধায় বাংলাদেশে সালামের লাশ প্রেরণ করে।

সালামের বড় ভাই আলিম হোসেন জানান, ‘ঘটনার পর থেকে ছোট ভাইয়ের মরদেহ নিতে সরকারের বিভিন্ন দপ্তর ও প্রশাসনের সাথে যোগাযোগ করি। সকলেই অপেক্ষায় ছিলাম কবে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে। দীর্ঘ ৯ মাস পর ভারতের সাড়া পেয়ে ছোট ভাইয়ের মরদেহ আনার জন্য একজন ইউপি সদস্যকে সাথে নিয়ে আমি গত ১৬ মে ভারতে যাই।’

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, ‘দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি। অবশেষে ৯ মাস পর মরদেহটি প্রশাসনের সহায়তায় দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘সালামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২০২২ সালের ২৩ আগস্ট রাতে বাংলাদেশি যুবক সালাম রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বড়ুয়াপাড়া গ্রামে কয়েকজন যুবকের সাথে প্রবেশ করলে স্থানীয়দের গণপিটুনিতে সালাম মারা যায়। গণপিটুনিতে যুবক সালাম মারা যাওয়ার খবরটি বাংলাদেশ -ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ প্রচার হলে পরিবারের সদস্যরা জানতে পারে।মৃতদেহটি ভারতীয় পুলিশ জলপাইগুড়ির একটি হাসপাতালের হিমঘরে রাখে এবং সেখান থেকেই আইনী প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হয়।

(এআর/এসপি/মে ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test