E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ ব্যাংকের ‘পরিচালক হলেন ‘ইস্তেকমাল হোসেন’

২০২৩ মে ২২ ১৫:২০:১০
বাংলাদেশ ব্যাংকের ‘পরিচালক হলেন ‘ইস্তেকমাল হোসেন’

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের ‘পরিচালক (পূর্বনাম ‘মহাব্যবস্থাপক’) পদোন্নতি পেয়েছেন ‘ইস্তেকমাল হোসেন’। গত রবিবার (২১মে) বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।  ইস্তেকমাল ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করে বাংলাদেশ ব্যাংক বগুড়ার পর যথাক্রমে প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মূদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্সুরেন্স ডির্পাটমেন্ট এবং সর্বশেষ ডেট ম্যানেজমেন্ট ডির্পাটমেন্টে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলে’ নির্বাচিত ‘সাধারণ সম্পাদক’ হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ রিক্স ম্যানেজেমেন্ট কম্পিটেন্সী গ্রুপ’ এর সদস্য হিসেবে তিনি ফিলিপাইন ও ভারত হতে ‘Foreign Exchange BOURSE’’ সম্পন্ন করেছেন, তিনি মালয়শিয়াতে World Bank আয়োজিত Reserve Management’ সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ‘Bank for International Settlement’ সুইজারল্যান্ড ছাড়াও সেন্ট পিটার্সবার্গে, বসনিয়া-হার্জেগভিনিয়াতে ‘International Deposit Insurar’’ এর বিভিন্ন কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অটোমেশন কার্যক্রমের অংশ হিসেবে ভারতে প্রশিক্ষণ গ্রহন করেছেন।

তিনি ১৯৮৮ সালে গাজীপুর রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ১৯৯০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ‘ফাইন্যান্স এন্ড ব্যাংকিং’ বিষয়ে অনার্সসহ মাস্টার্স করেছেন, পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় হতে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিষয়েও মাস্টার-ডিগ্রি অর্জন করেছেন। গাজীপুরের সন্তান ইস্তেকমাল হোসেন বিশিষ্ট ভাষা-সৈনিক এডভোকেট আলাউদ্-দীন হোসেনের কনিষ্ঠপুত্র।

(এসআর/এএস/মে ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test