E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘নেতা কর্মী সবাইকে সতর্ক থাকতে হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে’

২০২৩ মে ২২ ১৭:১৩:২১
‘নেতা কর্মী সবাইকে সতর্ক থাকতে হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে’

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে (২২ মে সোমবার) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের আহ্বানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনৈর হাজার হাজার নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। আওয়ামী লীগের কর্মী ছাড়াও সাধারণ জনতার উপস্থিতি বলে দেয় যেন এটা কোন বিক্ষোভ মিছিল নয়,একটি মহা সমাবেশ। নেতাকর্মীদের বিক্ষোভ শ্লোগানে সোনারগাঁয়ের রাজপথ উত্তাল হয়ে ওঠে। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এসে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়। আব্দুল্লাহ্ আল কায়সার বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকির রাজশাহীর ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা বিএনপি জামাত চক্রের পরিকল্পিত মিশনের অংশ বিশেষ। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন সবাইকে সতর্ক থাকতে হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে।

ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম বলেন,প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতা কুলাঙ্গার সাঈদকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সাবেক জেলা পরিষদ সদস্য মুস্তাফিজুর রহমান মাসুম,পৌর মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমান, এডভোকেট ফজলে রাব্বি, ছগীর আহমেদ,নাসরীন সুলতানা ঝরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আসরাফুজ্জামান,একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, সহ-সভাপতি সফিকুল ইসলাম ইমাম, ইউপি চেয়ারম্যান, জাহিদ হাসান জিন্না, লায়ন বাবুল, হুমায়ুন কবির, আল আমিন সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাঈদ, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(এসএএইচবি/এএস/মে ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test