E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হামলা মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

২০২৩ মে ২২ ১৮:০৩:১০
হামলা মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্য বন্ধ ও গত ২০মে শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ- যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

সোমবার ২২মে দুপুর ১২ টায় জেলা বিএনপি আয়োজিত রাজবাড়ীর-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা রাজবাড়ী ১ আসনের সাবেক এমপি ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ বলেন, গত ২০শে মে পূর্বনির্ধারিত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য রাজবাড়ী জেলা বিএনপি প্রস্তূতি নেয়।
কর্মসূচি সফল করার উদ্দেশ্যে আমার বাসায় নেতাকর্মীরা অপেক্ষারত অবস্থায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা হামলা প্রতিরোধ করার চেষ্টা করলে পরবর্তীতে পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে ও বেশকিছু নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। আমরা বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্যাতন ও জুলুমের স্বীকার।

তিনি আরও বলেন, রাজবাড়ী পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র ও পরবর্তীতে বিএনপির এমপি নির্বাচিত হই। আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগসহ তাদের সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীদের বিরুদ্ধে কোন জুলুম নির্যাতন ও মামলা করি নাই। বরং তাদেরকে সম্মান করেছি।অথচ শান্তি সমাবেশের নামে আওয়ামী সন্ত্রাসীদের আচরন যেন অতীতের সকল শিষ্টাচার,ভদ্রতা,সৌজন্যতাকেও হার মানিয়েছে।

রাজবাড়ী-১ আসনের আ'লীগের এমপি কাজী কেরামত আলীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি আমার সিনিয়র তাকে শ্রদ্ধা ও সম্মান করি। কিন্তু তিনি তার বেপরোয়া কিছু নেতাকর্মীদের দিয়ে আমার বাসভবনে হামলা করেছে এটা খুবই দুঃখজনক। ইতিমধ্যেই আমাদের বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের নামে-বেনামে মিথ্যা মামলা দিয়ে কয়েকজনকে আটক করে কারাগারে পাঠিয়েছেন। যারা বাড়িতে আছে তাদের ঘড়বাড়িতেও রাতের অন্ধকারে হামলা করছে। আমাদের নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছে। তিনি অনতিবিলম্বে গ্ৰেফতারকৃত সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি ও দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, আওয়ামীলীগ এখন জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে অত্যাচার,নীপিড়ন, ও হামলা মামলার পথ বেছে নিয়েছে।এসব করেও তাদের ক্ষমতা রক্ষা হবেনা, তাদের সময় ফুরিয়ে এসেছে, এদেশের মুক্তিকামী মানুষ গনতান্ত্রিক ব্যাবস্থা ও ভোটের অধিকার ফিরে পেতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন,রাজবাড়ী বিএনপিতে এখন কোন গ্রুপিং নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

এ সময় আরোও বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাঈম আনসারী, জেলা বিএনপির সাবেক নেতা এ্যাড আব্দুর রাজ্জাক খান, সাবেক সদস্য সচিব মঞ্জরুল আলম দুলালসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমজি/এএস/মে ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test