E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

২০২৩ মে ২২ ১৯:৩৫:২৬
রাজবাড়ীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : 'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীতে ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ মে) সকাল জেলার সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়ছার খান। এছাড়া জেলা অন্য ৪ উপজেলা গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গন ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

বালিয়াকান্দিতে সহকারি কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে সঠিক ভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। সাধারণ মানুষের উচিত নিজের কাজে নিজেই ভূমি অফিসে আসা।

তিনি আরও বলেন, সারা দেশে স্মার্ট ভূমি সেবা চালু হলে সাধারণ মানুষকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে আসতে হবে না। একবার কোথাও ডিজিটাল জরিপ সম্পন্ন হলে, সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে। ভূমি সেবা সপ্তাহ-২৩ সোমবার ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত উপজেলা, পৌর, ইউনিয়ন ভূমি অফিসে চলবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, সোশ্যাল মিডিয়া ও কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রণালয়।

(এমজি/এসপি/মে ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test