E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজিবির প্রতিবাদ বিএসএফের অস্বীকার  

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত পাথর শ্রমিকের মৃত্যু

২০২৩ মে ২৩ ১৬:০৪:৫১
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত পাথর শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত পলাশ (৩৫) নামের বাংলাদেশি পাথর শ্রমিক মারা গেছেন।

রবিবার (২১ মে) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
এর আগে, একই দিন দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকায় সাও নদীতে পাথর তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন পলাশ। নিহত পলাশ ওই ইউনিয়নের বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে ‘দুপুরে ভুতিপুকুর গ্রামে সীমান্তের সাও নদীতে কয়েকজন সহযোগীর সাথে পলাশ নুড়ি পাথর সংগ্রহ করছিলেন । এসময় ভারতের গ্রীণগজ ও টেপরিভিটার মাঝামাঝি এলাকায় বিএসএফ ব্যাটালিয়নের টহল টিমের এক সদস্য সাও নদীর পাড়ের চা বাগানে দাঁড়িয়ে শ্রমিকদের উদ্যেশ্যে গুলি ছোড়ে। এতে একটি গুলি পলাশের পেটের বাম পাশে লাগলে সে বালু পানিতে পড়ে যায়। এসময় অন্য শ্রমিকরা পালিয়ে যায়, পরে বিএসএফ ওই স্থানত্যাগ করলে অন্যান্য শ্রমিকরা ফিরে এসে তাকে উদ্ধার করে, প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আহত অবস্থায় গুলিবিদ্ধ পাথর শ্রমিক পলাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, ময়নাতদন্ত শেষে পলাশের লাশ ২২মে তার পরিবারের হস্তান্তর করা হয়েছে, বাদ মাগরিব নিহতের পারিবারিক গোরস্থানে জানাজা হয়েছে।’

এ বিষয়ে বিজিব পঞ্চগড় ১৮ ব্যাটলিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো.যুবায়েত হাসান বলেন, ‘এই ঘটনায় বিজিবি পক্ষ থেকে ২২মে সোমবার দুপুরে ভারতের বিএসএফের গ্রীণগজ ও টেপরিভিটা বিওপির মাঝামাঝি সংলগ্ন বাংলাদেশের ভুতিপুকুরীতে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এই বৈঠকে বিজিবির পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে; বিএসএফের কোন সদস্য গুলি করেনি বলে তারা অস্বীকার করেছে। তবে সম্প্রতি বিএসএফ এবং ভারত সীমান্তবর্তী সাধারণ জনমানুষ বারবার অলেখিতভাবে অভিযোগ করে আসছিল, নদীর তলদেশে গভীর গর্ত করে পাথর উত্তোলন করায়, নদীর পাড় এবং সীমানা পিলার ভেঙ্গে যাচ্ছে।’

(এআর/এসপি/মে ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test