E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আন্তর্জাতিক মানবাধিকার কমিটি

২০২৩ মে ২৩ ১৯:৫৬:২৫
পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আন্তর্জাতিক মানবাধিকার কমিটি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : গতকাল সোমবার পঞ্চগড় আহমদিয়া মুসলিম জামায়াত অধ্যুষিত পল্লী পরিদর্শন করেছেন ৫ সদস্যের  আন্তর্জাতিক মানবাধিকার কমিটির একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিটির সভাপতি অট্রিয়ার অধিবাসী ডক্টর অ্যারন রোডস ও সেক্রেটারি লন্ডন অধিবাসী নাসিম মালিক। তাদের সাথে থাকা অন্যান্যদের মধ্যে ছিলেন মানবাধিকার ব্যুরোর আইন শাখার প্যারিস অধিবাসি অ্যাডভোকেট প্যাট্রিসিয়া ডুভাল, দুবাসী হিসেবে দলটিকে সহযোগিতা করেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের প্রফেসর আব্দুল সামস বিন তারিক।দলটি গত ৩,৪ ও৫ মার্চ আহমদিয়া মুসলিম জামায়াতের সালনা জলসা ঘিরে উগ্রবাদী ধর্মান্ধদের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন। 

প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার বর্ণনা শোনেন।সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে দলটি ২৩মে দুপুরে স্থানীয় প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ৩,৪ও৫ মার্চ তিনব্যাপী পঞ্চগড় জেলার আহমদ নগর,শালাশিড়ি ও সোনাচান্দি গ্রামের ১৮৬টি বাড়ি লুটপাট শেষে পুড়ে দেওয়া হয়, ভাংচুরসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ২০৬টি। ওই সংঘর্ষে আহমদীয় জামাতপন্থী ৮৫জন আহত হয়, ৩ মার্চ খুন হয় জলসায় আসা, নাটোর জেলার বড়াইগ্রাম থানার নোটা বাড়িয়া গ্রামের মো.আবু বকর সিদ্দিকীর ছেলে মো.জাহিদ হাসান।

ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর ও বোদা থানায় পৃথক পৃথক মামলা হয়েছে ৩৪টি, এযাবৎ পুলিশ গ্রেফতার করেছে প্রায় ২৬০জনকে। সংঘটিত হামলা ও সহিংস অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ১৫ মার্চ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের মাধ্যমে ২০৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১ কোটি টাকা মানবিক সহায়তা প্রধান করা হয়েছে।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান,জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম,পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন আহমদিয়া মুসলিম জামায়াতের জামিয়া আহমদিয়া বাংলাদেশের অধ্যক্ষ মোবাশ্বের উর রহমান প্রমুখ।

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের সালানা জলসা ঘিরে আহমদনগর এলাকায় বসবাসকৃতদের ঘর-বাড়ি পুড়ে দেওয়া ও লুটপাটের মামলার প্রধান আসামী আব্দুর রহমান ও তার ছেলে মোতাহার হোসেন গত ১৩এপ্রিল আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।এই আদেশ দেন, পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল।

মামলাটির বাদী হলেন আহমদিয়া মুসলিম জামায়াতের ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম বলেন, আহমদিয়া মুসলিম জামায়াতের মিডিয়া শাখার আহমদ তবশির বলেন," প্রশাসনের কর্মকান্ডে আমরা খুশি, তবে এই ঘটনার উস্কানীদাতা পঞ্চগড়ের ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মীর মোরশেদ তুহিন, রায়হান লায়েক, সোনাচান্দি মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ ও সুলতান,ঢাকার মুফতি শুয়াইব ইব্রাহীম, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীদের পুলিশ এখনও গ্রেফতার করতে না পারার কারণ বুঝতে পারছি না।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম বলেন, ‘সকল, ধর্ম, বর্ণ আদর্শের মানুষদের মত প্রকাশের রাষ্ট্রীয় অধিকারে দিয়েছে আমাদের মহান সংবিধান। কোন দুষ্কৃতিকারীর হাতে সাংবিধানিক অধিকার খর্ব হওয়ার সুযোগ নেই।" আহমদিয়া মুসলিম জামায়াতের মুখপাত্র আহমদ তবশির চৌধুরি বলেন,"আমরা চাই যারা অপরাধ করেছে, তাদেরকে সাজার আওতায় আনা হোক।কোনক্রমেই নিরাপরাধ কোন ব্যক্তি যেনো হয়রানির শিকার না হয়।’

এ ব্যাপারে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা (পিপিএম)বলেন, ‘ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হচ্ছে। আইন অপরাধীদের ছাড় দেবে না।’

(এআর/এসপি/মে ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test