E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ ৫ জনের নামে মামলা

২০২৩ মে ২৫ ১৪:৪৪:০৮
রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ ৫ জনের নামে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ মানহানীকর বক্তব্য দেওয়ায় অভিযোগ এনে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বিএনপির ৫ নেতার নামে মামলা করেছেন।

বৃহহস্পতিবার (২৫ মে) সকালে রাজবাড়ী ২ নং আমলী ম্যাজিস্ট্রেট মো ইকবাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জন।

রাজবাড়ী বার অ্যাসিয়েশনের আইনজীবী সরকারী কৌঁসুলী (জিপি) আনোয়ার হোসেন বলেন,হত্যার অপরাধ জনক ষড়যন্ত্র দন্ডবিধি ১২০/(খ) ৩৪ ধারায় আদালত মামলাটি গ্রহণ করেন।

এ বিষয়ে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো:জালাল উদ্দিন বিশ্বাস বলেন,-গত-১৯ মে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উসকানিমূলক এবং মানহানীকর বক্তব্য দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এইজন্য অতিবিলম্বে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

আদালতে মামলা দায়েরের সময় মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু পাট্রা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউনুছ আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মনসুর সরদার, ছাত্রলীগ নেতা নাইমুর রহমান সোহাগ,আওলাদ হোসেন মনা, আরিফুল ইসলাম, তুহিনুর রহমান, যুবলীগ নেতা আকমল হোসেন, উপস্থিত ছিলেন।

(এমজি/এএস/মে ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test