E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে গরীব কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

২০২৩ মে ২৬ ১৩:২৮:৫২
গোয়ালন্দে গরীব কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

এম এ হীরা, গোয়ালন্দ : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে দরিদ্র এক কৃষকের ধান কেটে দিলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ১১ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশ পুরের দরিদ্র কৃষক আঃ রহমান শেখ এর ৩ বিঘা জমির ধান কেটে দেন তারা।

ধানকাটা কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নয়ন মন্ডল, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুব্বাদ শেখ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নুরাল মোল্লা, ছোট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক আকাশ সরদার চুন্নুসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দরিদ্র কৃষক আব্দুর রহমান জানান, নেতাকর্মীরা জমির ধান কেটে বেশ উপকার করেছেন। কারণ এই প্রখর রোদে আর গরমের মধ্যে শ্রমিকরা ধান কাটতে চান না। বিনা খরচে এভাবে ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা এতে আমার অনেক উপকার হয়েছে। আমি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক হিরু ভাইকে ধন্যবাদ জানাই।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিতে পেরেছি এজন্য আনন্দ লাগছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা জানান, দরিদ্র কৃষকদের ধান কাটার কার্যক্রম আমাদের চলবে। উপজেলার মধ্যে যদি কোন কৃষক টাকার অভাবে ধান কাটতে পারছেন না। এমন কোন কৃষক আমাদেরকে জানালে আমরা তার ক্ষেতের ধান কেটে দেব।

(এমএএইচ/এএস/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test